তোমাকে ভালোবাসা
তোমাকে ভালোবাসা


তোমাকে দেখার মধ্যে আর দেখতে চাওয়ার মধ্যে,
স্বপ্ন আর স্বপ্নের মতন গোধূলির এক আস্তরণ আছে|
গুটিপোকা বুনে চলেছে যে পৃথিবী...
সেখানে অন্তহীন মৃত্যুর মতন নিশ্চিত এই ভালোবাসা|
তোমাকে ভালোবাসার মধ্যে,
এক বুক শূন্যতা আছে|
শূন্যতায় বিলীন হওয়ার প্রবণতা আছে,
সম্ভাবনা আছে সম্ভাবনার|