তেনাদের কথা
তেনাদের কথা
ছোট্টবেলায় দেখেছিলাম বাঁশবাগানে রাতে,
ছ্যাঁৎ করে বুক উঠেছিল একা যেতে যেতে।
শুনেছি নাকি তেনারা থাকে পোড়ো হাভেলিতে,
দেখিনি আজও কাউকে আমি সেথায় রাত কাটাতে।
ছোটবেলার শোনাকথা তেনাদেরও নাকি আছে হরেকরকম,
বড় হয়েও বুঝতে পারিনি তাদের রকমসকম।
বেলগাছেতে থাকে নাকি রাজা ব্রক্ষ্মদত্যি,
একলা পেলেই ঘাড় মটকায় এক্বেবারে সত্যি।
শহরের আলোয় তাদের নাকি হয় যে বড় কষ্ট,
তাই শহর ছেড়ে গ্ৰামে তারা যায় হয়ে ভীষণ রুষ্ট।
শহরে তাদের খুঁজতে গেলে লাগে যে অনুবীক্ষণ,
সরকার থেকে তাদের জন্য করা উচিৎ সংরক্ষণ।
তেপান্তরের মাঠগুলো আজ কোথায় হারিয়ে গেল,
ভূত, রাক্ষস, দত্যি, দানো কোথায় গায়েব হল।