❝ তাকে লেখা শেষ চিঠি ❞
❝ তাকে লেখা শেষ চিঠি ❞
সেই ছিলো আমার এই মনের আকাশে,রংধনু হয়ে ভেতরে অনেকটা জুড়ে মিশে।
থেকে যেতো যদি এই ভাবে করে,
রাখতাম আমার পিঞ্জরায় ভরে।
উড়িয়ে দিতাম ঘুড়ির মতো,
নাটাই হাতে বেঁধে টানটাম সুতো।
হতোনা সে পরাধীন আমার কাছে এসে,
ভালোবাসায় বাঁধতাম, আর জড়াতাম ভালোবেসে।
অনেকটা সময় পেরিয়ে গেলো
এলো না ফিরে আবার,
এভাবে নয়তো আর নয়তো বেঁচে থাকা,
যেতে হবে আমাকে দূরে এবার।
ভিজবে না আর আমার সিক্ত
আঁখি দুটি,
আজকেই লিখবো আমার যতো কথা,
তাকে লেখা শেষ চিঠি।
**
ইচ্ছা।
