স্যান্ডেল
স্যান্ডেল
প্রতিপদে হোঁচট খাই
সেফটিপিনটা হারিয়ে গেছে স্যান্ডেলের স্ট্রাপে ।
এবড়ো খেবড়ো রাস্তা, হাটতে হবে বহুদূর -
বলেছিলে ছায়া হবে লাল পাথরের আশ্রয়ে
বলেছিলে শিউলি ফোটাবে শাড়ির ভাঁজে
তেপান্তরের ওপারে ছবির মত বাসর ঘর
আজ ও আঁকা আছে চিড় ধরা মনের ফাটলে
স্বপ্নেরা হারিয়ে যায় পেঁজা মেঘ পেঁজা তুলো
হাঁটতে হয় রোদে ক্ষত আর রক্তের বুনিয়াদে
জানি তুমি ধরবে না হাত
এখন আমার হাতে নেই মহুয়ার মাদক সুবাস
এখন আমি ছেড়া ফাটা জোড়ভাঙ্গা বিবর্ন স্যান্ডেল।