STORYMIRROR

Paula Bhowmik

Romance Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Romance Fantasy Inspirational

সুরের রানী

সুরের রানী

2 mins
396

"আমি তোমাকে ভালবাসি" তা হয়নি বলা,

ও মহারাজা! রাজ সিং তোমার নাম, তোমায় সেলাম,

হতে পারে রাজস্থানের দুঙ্গারপুর রাজ্য তোমার, 

কিন্তু ক্রিকেটের দুনিয়ার লোকে জানে তোমার নাম।

ষোলো বছর বয়েসেই ভারতীয় ক্রিকেটের হয়ে

পাকিস্তানে প্রতিনিধিত্ব করতে ঘুরে এসেছিলে গিয়ে। 

লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর খেলতেন ক্রিকেট, 

সেই বন্ধুর সাথে খেলতে তুমিও হাতে নিয়ে ব্যাট। 

ওঁদের বাড়িতেই প্রথম তোমার মিঠ্ঠুর সাথে দেখা, 

যাওয়া আসায় হয় বন্ধুত্ব, মনে দাগ কাটে এক রেখা। 

'চন্ডিদাস' সিনেমা দেখে লতা বলেছিল ছোটোবেলায়, 

"কুন্দনলাল সায়গল কেই করবো বিয়ে অবহেলায়" ।

কিন্তু অমন কথা অনেকেই ভাবে যখন ছোটো থাকে, 

সে সব কথা বড় হবার পর কে আর মনে রাখে? 

উনিশশো পঁয়ত্রিশে নাকি জন্ম হয়েছিলো তোমার, 

মানে, লতা মঙ্গেশকর বড় তোমার চেয়ে ছয় বছরের। 

সকলেই এ কথা মানে প্রেম বা ভালোবাসা যে অন্ধ, 

জাতি, বয়েস, রূপ, গরীব, ধনী, শিক্ষার নেই সম্মন্ধ।

প্রেমে পড়ে অনেকেই যে পাগল হয় জানে সকলেই,

অনেক বছর ঠিক থাকলেও শেষে স্মৃতি হারালেই।

বড়ই কঠিন এই রোগ, মনে হয় আপন কেউ নেই ! 

সাধারণ ঘরের মেয়েকে ঘরনী নয়, কথা দিয়েছিলে,

মা বাবার কাছে এটাই তো তুমি প্রতিজ্ঞা করেছিলে !

রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা লতা ছিল অতুলনীয়া, 

ভালোবেসে রেঁধে তাকে খাইয়েছিলো সুজির "উপমা", 

অসাধারণ গলার অধিকারীনীকে ভালোবেসেছিলে,

শুধু তাঁকে সম্মান জানাতেই কি অবিবাহিত ছিলে?

একটা টেপ রেকর্ডার সদাই থাকতো তোমার সাথেই, 

লতা মঙ্গেশকরের গান শুনতে একা, ইচ্ছে হলেই । 

তোমার মিট্ঠু পরিবারের দোহাই দিয়ে বিয়ে করেনি,

অন্য কাউকে ভালোবেসে তোমাকে ভুলতে চায়নি।

যখন দুটো আত্মা ভালোবেসে এক হয়ে যেতে চায়,

এটা সত্যি, শরীর সেখানে একেবারে তুচ্ছ হয়ে যায়।

লতাজির চেয়ে আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলে,

নাইবা হলো লতা দুঙ্গারপুর রাজ্যের এক মহারানী, 

ভারতের মানুষ তাঁকে সুরের সম্রাজ্ঞী বলেই মানি। 

লতাজির চেয়ে আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলে,

এবার তাঁর আত্মা নিশ্চিত যাবে তোমার সাথে মিলে। 


Rate this content
Log in

Similar bengali poem from Romance