সত্যের স্তব
সত্যের স্তব


অনন্তকাল
ধরে পৃথিবী একটু একটু করে সরে যাচ্ছে
আশাতীত নিখিলের গানে মাটি ভরে যাচ্ছে
সুতো টানা সময়ের প্রহরী দু’চোখ খোলা আকাশ।
সূর্য লুকিয়ে কখনও জীর্ণ মন্দিরের বিগ্রহে
সমুদ্রের নগ্ন প্রসারে কখন মেঘের ওপারে
গাছগাছালির অমোঘ ছায়ার চকমকে গ্রহে।
আমি নিজের থেকে পালিয়ে পালিয়ে যাই
দায়িত্ব থেকে আরো দূর বহুদূরে নিঝুম নির্বাসনে।
মানুষ প্রার্থনায় প্রার্থনায় আনন্দ খুঁজে বেড়ায়
সময়ের চিমনি কতটা ঝলসে সুখদ আবাসনে।
আলো অন্ধকার ছুঁয়ে সমস্ত দিনরাত
দু’পায়ের নীচে জ্বলন্ত অঙ্গার গনগনে ছাই
নিশ্বাস প্রশ্বাস লহমার সর্বনাশ বাস্তব
আশাজাগর জীবন নয় বলেই কি খুঁজে যাই
যন্ত্রণার মধ্যে কুশ কাঁটা সত্যের স্তব ।