সততা আজও আছে
সততা আজও আছে
ছা পোষা এক কেরানি আমি,
সাধাসিধে, ভোলাভালা;
নিয়ম মেনেই অফিসে যাই,
ফাঁকির ঘরেতে তালা।
মনে মনে গর্ব করি,
আর পাঁচজন মতো নই;
তারা, দেরি করে অফিস এসেও
করে পরের দিনের সই।
সৎ লোকের দেখা পাওয়া ভার,
পাল্টে গিয়েছে স্বভাব,
মানসিকতার পরিবর্তনে দায়ী
লোভ, লিপ্সা, অভাব।
দাঁড়িপাল্লার হেরাফেরিতে
প্রচুর লাভের আশায়,
অসৎ পথে জীবিকার মোহে,
সান্ত্বনা কেউ পায়।
মানুষ শুধু স্বার্থ বোঝে,
নিজের আখের গোছায়;
সব দখলের মনোভাবে
সততা গেছে হারায়।
ভালো মানুষ নিশ্চয়ই আছে
হাতে গোনার মতো,
কষ্টের মাঝেও সততাকে
মেনেছে আপন ব্রত।
তাই তো আজও ট্যাক্সি চালক
ফেরায় হারানো টাকা,
ভুল হিসেবেও সঠিক দামটি
পেয়ে যান মুদি-কাকা।
দু'চার জন সৎ মানুষের
নম্র বদান্যতায়,
দেশটি সঠিক এগিয়ে চলেছে
জগতে পেয়েছে ঠাঁই।
