সফলতার গগন পারে::
সফলতার গগন পারে::


আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো?
আকাশ তুমি ছুঁতেই পারো।
নেই তো বাধা মেলতে ডানা,
মুক্ত আকাশ দোয়ার খোলা।
এক লাফেতেই ধরতে যদি
চাও তুমি সব সাফল্যই,
পিছলে যাবে, হোঁচট খাবে
জীবন হবে বিপন্ন---
তাই, ধাপ পেরিয়ে এগিয়ে যাও
ছোট্ট পায়ে ধীর গতিতেই --
শক্তি যোগাও় পল্কা ডানায়,
শক্ত মাটি ভিত হওয়া চাই,
সব শিশুরাই মেলবে ডানা
করতে বিজয় দিক্ বিদিক,
আকাশ কেবল আকাশ ই নয়,
আকাশ মানে জীবন দীপ ।।