সোলো ট্রাভেল
সোলো ট্রাভেল
টুকরো টুকরো স্মৃতিগুলোর জমাট বাঁধা মেঘে
টাপুর টুপুর বৃষ্টি নামে মন ভালো নেইয়ের দেশে।
কখন কোন উজ্জ্বল তারা, সাথে তার অনেক ব্যথা
মনে পড়ায় , খুঁচিয়ে তোলে ভুলতে চাওয়া কথা।
ছিঁড়ে ফেলা চিঠির পাতা চেনা বাতাস বয়ে আনে
সেই শব্দগুলো চেনা ধূসর, বাস্প চোখের কোনে।
বৃষ্টি পড়ার সুর , আর সন্ধ্যে নামে মাঠে
শাঁখের শব্দে হারানো স্মৃতি ভিজে হাওয়ায় মেশে।
ছেঁড়া খাতার হলদে পাতায় সেই ভুলে যাওয়া সুর
চেনা গানের অচিন পাখি আজকে রয়েছে বহুদূর।
বৃষ্টি পড়ার সুর , আর সন্ধ্যে নামে মাঠে,
জানালায় এসে দাঁড়াই একা, সুয্যি ঘরে ছোটে।
মনখারাপের জলছবিতে ভাসে ঝাপসা চেনা মুখ
সেই মুখ তুলির টানে জলরঙে আঁকতে বড় সুখ।
ঝিরিঝিরি বৃষ্টি নামে আমার মনখারাপের দেশে
একা মাঠে দাঁড়িয়ে আমি, একলা ভ্রমন শেষে।
দিনের হিসেব যায় না গোনা, সময়ের পিঠে জিন
কোথা দিয়ে যাচ্ছে সময় , অতীত বাড়ছে দিন দিন।
জীবন পর্যটক তার ক্লান্ত পায়ের তালে তালে
বেলাশেষের আশ্রয় খোঁজে , ভাঙা মনের হাটে।
অঝোর ধারায় বৃষ্টি নামে, চোখের পাতা ভেজা
রাত্রি নামে শরীর মনে, ভ্রমন শেষে আমি একা।

