সোজা কথা
সোজা কথা


সোজা কথাটা বড্ড ভালো ।
জিলিপির প্যাঁচের থেকে।
শুনতে লাাগে অতি কটূ ,
মনের দিক থেকেে।
সোজা কথাটা বড্ড ভালো ।
জিলিপির প্যাঁচের থেকে।
ঝগড়া গুলো মিটে যায়,
এক নিমেশের বশে।
মনের কথা প্রকাশ করে ,
সোজা কথা গুলো ।
বন্ধু আমলে মিটিয়ে দেয়
সব ভাগাাভাগি গুলো ।
কষ্টের
উপর কষ্ট চাপায় ।
বাকা কথা গুল ।
পরিবার গুুল ধ্বংস করে ,
ওই কথা গুুলো ।
নচেৎ বল বাকা কথা।
বাচতে হলে ধর শুধু ,
সোজা কথা।
শুনতে অতি কটূ লাগে ,
তবু দোষ গুলি কে
তুলে ধরে সবার চোখের কোণে।
সোজা কথা বলতে শেখো।
পাপ বাড়ানোর থেকে।
সোজা কথা বল ,
সোজা পথে চল।