তপ্ত রোদে কোরনার ছোবলে
তপ্ত রোদে কোরনার ছোবলে


তপ্ত রোদে , কোরনার ছোবলে।
বেঁঁচে আছি যাইহোক করে।
দুুুটি রুটি জোটা না কপালে,
জোটে না পেটেতে ,
তবু হাত পেতে বসে থাকি,
আজীবন তপ্ত রোদেতে।
ভিক্ষান্ন তব জীবনে আছে,
নাাহি আছে সুখ।
তবু তপ্ত রোদে ,
বেঁঁচে আছি কোরনার ছোবলে।