STORYMIRROR

Sanjib Ghosh

Classics Inspirational

3  

Sanjib Ghosh

Classics Inspirational

শহীদের স্মরণে

শহীদের স্মরণে

1 min
523


কী আর হল ?

কেবল সবকিছু ধ্বংস হল

মরলাম আমার

শান্তি পেলে তোমরা

আচ্ছা, বলবে কেমন সে ভগবান ? 

যে ছিনিয়ে নিল মাতৃসন্তানকে

দুঃখ কষ্টের বেদনায় পড়ে আছে 

আমার মা।

বলতে পারো দোষ কী ছিল তার

অন্তর প্রেমের ভালোবাসায় 

মানুষ করে সে, দুঃখ তো তার হতেই পারে

কিন্তু মোছাবে বা কে?

পিতার আর্শীবাদে আমি এলাম এখানে

এখন সে বড়ো একা

বলে শুধু - বাবা ! তুই গেলি কেন রে ?

স্বপ্ন আমার চূর্ণ হল ,

পারলাম না আর দাড়াতে।

বাবা আমায় ক্ষমা করো।

আমার যে বড়ো জ্বালা।

এ জ্বালা কেমন জ্বালা ,

সইতে পারি না।


ভেবেছিলাম দেবো আমার গাড়ির চাবি।

নিজের ভাইকে।

কিন্তু সে স্বপ্ন ও ধ্বংস হল।

ভাই যে এখন চায় না গাড়ি, চায় না বাড়ি।

শুধু চায় আমাকে।

কিন্তু সে কথার ও খিলাফ হল।

আমি যে এখন শত দূরে।


কী লাভ হল ? 

পারি না এখনও বুঝতে।

তবু মনে শান্তি আছে ,

কারণ কাশ্মীর জয় ,

আমার জীবন দিয়ে ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics