আবার দেখা হবে
আবার দেখা হবে


আবার দেখা হবে ।
সেই প্রথমদিনের উল্লাসে।
ঠিক সেইভাবেই দেখা হবে ,
যেবারে ভয়ের চোটেও
তোমার হাতটা ধরেছিলাম।
হয়তো ভুলে যাবে তুুমি,
আমার সব স্মৃতি,
পুুুড়িয়ে দেবে সমস্ত কিছু।
কিন্তুু পারব না আমি ,
ভুুুলতে তোমাার নয়ন দুুুটি,
যাহা আমার সবচেয়ে প্রিয়,
বুুুকের মাঝের কোণে।
প্রিয় ,
আবার দেখা হবে ।
ভেবো না তুমি,
না আসিলেও , এ অভাগা,
অপেক্ষা য় থেকে যাবে ,
অভাগীনীর খোঁঁজে।।