জীবনের যুদ্ধে
জীবনের যুদ্ধে
জীবনের যুদ্ধে তুমি একা ।
তোমার পাশে কেউ নেই।
চোখের জ্বলের একটিও বিন্দু ,
মোছানোর জন্য কেউ নেই।
স্বার্থের বলিদান হয়েও।
তোমার যুুদ্ধ শুধু তোমার।
যুদ্ধের প্রতিঘাতে ,
ভয় পাবে না কখন।
জীবনের যুদ্ধ শুুধু তোমার।
কষ্ট ও তোমার ।
দুঃখ ও তোমার ।
সবাই চলে যাবে।
অন্ধধকারে পরে থাকবে ,
শুধু তুুমি ।
হয়তো কেউ এসে মাথায় ছাতা ধরবে না ।
তবুও হার মানবে না।
লড়ে যাবে ।
হয়তো পয়সার অভাবে ,
তুমি ভিক্ষারি হয়ে যাবে।
তবু করোর কাছে হাত পাতবে না।
নিজের আমি সত্তাকে বাচিয়ে রাখবে।<
/p>
সবার কাছে ছোট হবে ,
কিন্তু মনে রাখবে তুমিই বড়ো।
যাকে ভাবতে আপন ।
জীবনের যুুদ্ধে সেও শত্রু।
যাকে ভাবতে পাশে থাকবে ।
সেও আজ ঘুরে দাড়িয়েছে ।
দেখে নেবে শুধু থেকে যাবে তুমি।
বুকে টেনে নেওয়া মানুষের কাছেও ।
তুমি আজ বিষ।
হয়তো বুঝবে আজ
সিগারেটের শেষ ছাইটা কতটা কষ্টকর।
কাউকে পাশে পাবে না ।
পাবে শুধু তোমার ভাঙা মন ।
আর চোখের জ্বলকে ।
শুধু থেকে যাবে তুমি।
কেউ আলো জ্বালবে না।