আসব না ফিরে ।
আসব না ফিরে ।
আমি আর আসব না ফিরে
দেখতে তোমার নয়ন দুটি ।
যাচ্ছি চলে বহুু দূরে।
অসীম জানলার ওইপারে তে।
আমি আর আসব না ফিরে ,
দেখতে তোমার চুলের বেণু,
কালো কেশের ঝামটাতে
যার দোদুল দোলন মাতায়
আমার মনটাতে।
আমি আর আসব না ফিরে
বাধতে তোমার পায়ের নূপুর,
যার আলতো আওয়াজ ,
কাপিয়ে তোলে আ
মার ভাবনাটাকে।
আমি আর আসব না ফিরে
মোছাতে তোমার নয়ন দুটি।
যার অতল তলে রয়েছে আমার
হূূূদয় দুটি।
আর তাকাবো না ফিরে
তোমার দিকে,
ডুুুব সাগরের ডুুুবে আমি
তোমার নয়নের দূরে আমি।
শিখলাম আমি নতুন শিক্ষা
ভালোবাসা টা দেয় না
কষ্টের থেকে বড়ো শিক্ষা।