সংস্কারক
সংস্কারক
শিক্ষার আধার যিনি
স্বনির্ভর করাই যার লক্ষ্য,
নতুন পথের দিশারী যিনি
আত্মবিশ্বাসী যার ধর্ম।
ধর্ম - বর্ণ - অর্থ নির্বিশেষে,
যারা চিরকাল
বিতরন করে যায়,
অপার জ্ঞানের সম্ভার।
যারা অসম্ভবকে সম্ভব করতে জানে
যারা গড়তে জানে মানুষ,
সমাজের কান্ডারী তারা
তারাই সমাজের চোখ আর মুখ।
যাদের ছানি পড়া চোখে
দৃষ্টি আজ ও প্রখর,
চোখ দেখেই যারা বুঝে নেয়
বোধগম্যতার পরিমান।
আগামীর পথ প্রদর্শক যারা
তাঁরা ই বিদ্যা আর বুদ্ধির যৌথ সমাহার।
হে বন্ধু, গুরু, দার্শনিক, প্রবর্তক
তোমারে সেলাম।
