STORYMIRROR

Sunanda Chakraborty

Romance

4  

Sunanda Chakraborty

Romance

সঙ্গী

সঙ্গী

1 min
392

★সঙ্গী★


যেদিন তোমার দুচোখে দেখেছিলাম বিশাল সমুদ্র,

ডুব পেড়েছিলাম সেই অতল গহ্বরে ।


সব বাধা নিষেধের সুতো ছিঁড়ে ,

ছুটে গেছিলাম তোমার নিশ্বাসে ভেসে যেতে ।


শত জঙ্গলের ভেতরে ঘুরেছি, মাছরাঙা পাখির খোঁজে,

সঙ্গে চলে তুমি আর সাহস ।


বন্ধনের সব কটা গিঁট আজও বেশ মজবুত,

বেশ কিছু সময় ঝড়ে গেছিলো খানিকটা উড়ে ।


মনে পড়ে সেদিন ছিলাম রোদমাখা সকাল ,

আমার কোলে মাথা রেখে নিচ্ছিলে শীতের আমেজ ।


সেই দিনটা যেদিন পথ হারিয়েছিলাম আমি, আর তুমি ছিলে অনুভবের সঙ্গী ।


অচেনা মানুষের ভিড়ে হারিয়ে গেছিলাম দুজন,

তুলে নিয়েছিলে একজোড়া সোনালী ঝুমকো, চোখে চোখ রেখে দিয়েছিলে হাতে তুলে ।


          সুনন্দা চক্রবর্তী


Rate this content
Log in

Similar bengali poem from Romance