স্মৃতির পাতা
স্মৃতির পাতা


আবার দেখা নৈঃশব্দ্যের চুপকথা...
সিংহদুয়ারের জং ধরা তালাটির চাবি যে ছিল না!
ছিল না উন্মুক্ত দ্বার মুক্তির শ্বাস খাঁচাবন্দী জীবনে,
ধূসর মরুভূমিতে একটু আধটু মরূদ্যানের ইচ্ছেডানা,
মেঘ পিওনের দেশে ভাসিয়ে দিই নিঃশব্দে –
নতুনত্বের সন্ধানে অনুসন্ধিৎসু দৃষ্টির সঙ্গম,
অনভ্যস্ত হাতে কিছু শব্দমালার আশ্রয় যাপন,
তৃষিত মাটিতে আচমকাই কবির স্বপ্ন সন্ধান,
শুরু স্মৃতির পাতায় কালো কালির আঁকিবুকি....