স্মরণ
স্মরণ


স্মরণে লেখা থাকে কখন ঢেউ তোলে সাগরতল,
তখন মেঘে মেঘে গোধূলি চিনে রাখে অকুস্থল,
যেখানে শেষ দেখা - বাতাস মনে রাখে চিরবিদায়।
গল্পকথা নয়, ঘটনা জুড়ে জুড়ে উপন্যাস,
প্রতিটি আঁকেবাঁকে নতুন কাহিনীর শিলান্যাস,
ফুরালে ছুটি নেই - বুক যে চাপা থাকে যন্ত্রনায়।
জীবনে পায়ে পায়ে অসীমে পথ চলা নিরন্তর,
শুরুতে শেষ থাকে, শেষের শুরু মেশে পরপস্পর।
আগুনে সব ছাই, তারই সুর বাজে অন্তরা-য়।
যেখানে শেষ দেখা - বাতাস মনে রাখে চিরবিদায়।