STORYMIRROR

Joydip Mukhopadhyay

Romance Classics

4  

Joydip Mukhopadhyay

Romance Classics

প্রেমের বর্ষা দিনে

প্রেমের বর্ষা দিনে

1 min
332

আকাশে এমন মেঘের ঘনঘটায় 

বৃষ্টির পায়ে চিঠি যায় বহুদূর

চিলেকোঠা জুড়ে বিষাদের লহমায় 

পুরোনো প্রেমের স্মৃতি ফেরা দস্তুর।


ভেজা কাপড়ের বন্দিদশায় দিন

টিভির খবরে বিক্রি সতর্কতা

জলের মিছিলে রাস্তার উদাসীন

ঘরোয়া বাতাস রটায় ঘনিষ্ঠতা।


ঘুম-সুখে থাক বিরহের অভিমুখ 

বুকের আকাশে বেজে যাক বিদ্যুৎ

অফুরান চোখে ভালোবাসা মজবুত

খুলে যাক দিক, কথারও উন্মুখ।


মনের শিকারী থাকবে কী করে ঘরে

শিকারও আজ বর্ষাতে সম্মত

সঞ্চিত নেশা দোলে বেখাপ্পা ঝড়ে

প্রেমের খাতায় পরীক্ষা সমাগত।


ফুটপাথ ভেসে যদি হয়ে আছে পথ

ভেঙে পড়া গাছ ঢেকেছে কবরখানা

বেপরোয়া মন দেখাবেই হিম্মত

প্রেমিকার ঠোঁঠে ঠোঁট ছুঁয়ে দেবে হানা।


Rate this content
Log in

Similar bengali poem from Romance