একের জীবন
একের জীবন


কোলের উপর নখের পাহাড় - বিষণ্ণতার গালচে,
আকাশ জুড়ে মেঘের আঁচড়, বর্ষা কখন থামবে?
ইচ্ছে করে মেঘ মুছে দিই, আকাশ হবে নীলচে,
বুকের ভেতর চমক ধমক একটু হলেও কমবে।
নিয়মমাফিক বিকাল ছেড়ে সন্ধ্যা নামায় শহর,
রাস্তা জুড়ে গাড়ির চাকা, বাতির দাপাদাপি,
বৃষ্টি নিজেই ভিজতে থাকে, শুকনো কেবল খবর,
জানালা খোলা, একলা আমি, এখন তরল মাপি।
খোলা ছাতায় রাত শরীরী, জলের ফোঁটায় কার্নিশ,
ফিরতি মিছিল পায়ের নাচে - অজানা কোন জার্নি।
শার্সি বদল আয়না রূপে, ছানে মনের বায়না,
এই রাতে কেউ কেউ জীবন খুঁজে পায় না।