চাঁদের ফাঁদে
চাঁদের ফাঁদে


চাঁদে যাবার টিকিট কেটেছিলাম
তোর সাথে, একসাথে যাব বলে
স্পেস শাটলে উইন্ডো সীট
বেশ দেখতে দেখতে যাব।
চাঁদে স্যান্ডভিউ রিসর্টে বুকিং
ঢুকতেই এক গ্লাস ওয়েলকাম ড্রিংক
স্টোনচিপের মালা দিয়ে বরণ
তিনদিক খোলা কাঁচের বেডরুম
আর্থ রাইজ দেখার ট্যুর
গাড়ি চেপে মুন সার্ফিং
ছাদ থেকে ইনফাইনাইট বাউনসিং
চাঁদের স্যান্ড ডিউনসে সানলাইট লাঞ্চ
হপ্তা ধরে ভরপুর হানিমুন প্রোগ্রাম।
তোর ও আমার যাবার পোশাক
স্কাইকার্টে অর্ডার দিয়েছি
তিনজোড়া করে
এক্সপ্রেস ডেলিভারি।
চুমু খাবার অক্সিজেন মাস্ক
মিলছিল না কোথাও
শ্রীহরিকোটার স্কাইমার্টে ঢুঁ মেরে
এক ডজন কিনে নিলাম।
বিয়ের চিঠির ডিজাইন শেষ
চাঁদের বালুমাখা আমন্ত্রণপত্র
থ্রিডি প্রিন্টিংয়ের ই-মেইল অর্ডার
পৌঁছে যাবে দু'দিনেই।
আজ, পোস্টম্যান বয়ে নিয়ে এলো
তোর বিয়ের চিঠি -
অনিমেষের সাথে
সাত তিন লেট্ করে।