STORYMIRROR

Joydip Mukhopadhyay

Classics

2  

Joydip Mukhopadhyay

Classics

হৃদয়

হৃদয়

1 min
299


বুকের ভেতর পাথর পালিশ, উদাস চোখের শীত

ঢেউয়ের ফাঁকে জখম চেনায় সাগরও কিঞ্চিৎ 

বাতাস জানে ঝড়ের মুখে কোনদিকে সংশয় 


মাটির কাছেই স্রোত বলে দেয় কোথায় শেষের দেশ 

মুখের হাসি লুকায় কি আর চোখের ছদ্মবেশ?

মেঘ শুনে যায় বৃষ্টিফোঁটায় গোপন সঞ্চয় 



রাতের শহর সময় পোড়ায় আলো বণিকের বেশে

এ-গলি সে-গলি পেরিয়ে ফেরার রাস্তারা একপেশে 

দৃশ্যত পথ এক যদিও - পাথেয় যে এক নয় 



ঘুমের বালিশ স্বপ্নে ভেজা শোকের অভিমুখে 

মাপবে কি কেউ সাগরের ঢেউ সময়ের নিরিখে?

সেলাই বরং পোশাকে লেখে দর্জির পরিচয় 



শব্দ যে সব গল্প শোনায় - সব সেরকম হয়?

গায়ক জানে কোন শ্রোতা পায় সুরের আশ্রয়

হৃদযন্ত্র সবার বুকে - হৃদয় সবার নয় ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics