বন্ধু
বন্ধু


আমরা ভাবি আকাশ বুঝি মেঘের পেশাদারী
যখন তখন বৃষ্টি নামায় - নয় কি ব্যভিচারী?
শার্শি জুড়ে বাষ্পে ভাসে আমার শতমুখ
দ্বিধার ডাকে ফিরতে থাকে পুরোনো ভুলচুক
বছর বছর মন ভারী হয় বিষণ্ণতার মাসে
ঝাপটা হাওয়া গল্প শোনায় - স্মৃতির চাদর হাসে
মেঘের নজর আছড়ে যখন ঝড়ের আশেপাশে
বন্ধু আমার শব্দে ভেজা হৃদয় হয়ে আসে
চৌকাঠে রাত একলা কাঁদে বদ্ধ ঘরের পাশে
নকল ঘুমের চেষ্টা মেশে বিষাদ মাখা শ্বাসে
বিদ্রুপে ঝড় ভেজায় যখন মেঘের সহবাসে
বন্ধু আমার স্মৃতির তীরে নৌকা নিয়ে আসে
শঙ্কাতে মন আমার যখন সর্বনাশের গ্রাসে
রক্তে ভেজা হৃদয় নিয়ে বন্ধু ঘরে আসে ।