সমাজের মোমবাতি
সমাজের মোমবাতি


আমাদের এই সমাজে -
শিক্ষকেরা ঠিক মোমবাতির মতো।
নিজেরা দগ্ধ হয়ে-
সমাজকে করে আলোয় আলোকিত।।
আমাদের অদূর ভবিষ্যতে-
শিক্ষকরাই মেরুদন্ড।
আমাদের দাঁড় করাতে-
নিজেদের করেছে বিপন্ন।।
তাই, প্রতিটি শিক্ষক হলো -
সমাজের গর্ব, আমাদের অহংকার।
আর তাই সকল শিক্ষকদের প্রতি -
শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই বারবার।