স্কুলের স্মৃতি
স্কুলের স্মৃতি


স্কুলের শেষের কটি দিন স্মৃতির পটে তোলা,
সাদা কালো পোশাকেও মন ছিল রঙে ভরা।
ঐ যে সিরাজ, যার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার,
যে শেক্সপিয়ারকে গুলে খেয়েছিল নামতার মত,
জানিনা এখন সে কোন মঞ্চ মাতিয়ে বেড়াচ্ছে।
আমাদের বিশ্বনাথইবা কম যেত কিসে,
স্কুলের পেছনের পাঁচিলটা,
যেটা ছিল নিষেধের চীনের প্রাচীর,
তাকে অবলীলায় টপকানোর মন্ত্রের সেই ছিল দীক্ষাগুরু।
স্কুল গেটের বাইরে মইনুল চাচার আচারে, বাধা আছে কত দুপুরের স্মৃতি।
আমি এখন একটা প্রাইভেট কোম্পানীতে কেরানি,
দিন আনা দিন খাওয়া মজদুরদের থেকে বেশ খানিকটা ভালো আছি।
বাকিরাও হয়তো আছে এমনই এক প্রকার।
মৃদুল মিত্রও ছিল আমাদেরই দলে।
কোনদিনই বেশি একটা চাহিদা ছিল না তার।
একদিন তাকে দেখলাম রিক্সার হ্যান্ডেল হাতে যাত্রী বইছে, ঘর্মাক্ত, ক্লান্ত শরীরে।
জানিনা আমাদের স্কুলের সামনে দিয়ে সে যায় কিনা?
জানিনা আমাদের ফেলে আসা সেই দিনগুলি তারও মনে পড়ে কিনা?
মুখোমুখি হলে হয়তো অনেক কথাই হবে,
তবে সে কি পারবে ফেলে আসা স্কুলের সেই দিন গুলিকে,
রোমন্থন করতে আমার মতন করে?