স্কুলে আমার প্রথম দিন
স্কুলে আমার প্রথম দিন


সেদিন কোনো রকমে
একটা নাম বলতে শিখলাম ---
হোসেনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়!
সেই শুরু আমার সারদার আরাধনা।
দিনটা বেশ খুশীর ছিল,
আর মনে এক অচেনা রোমাঞ্চ ছিল!
স্কুলের দক্ষিণে --
আদিগন্ত খোলা মাঠ, উদাত্ত আকাশ।
পূর্বে টলটলে জলের দীঘি, পাড়ে আমবন।
স্কুল প্রাঙ্গণে বট আর বকুলের ছায়া।
একটা বটগাছের নীচে ক্লাস,
বসলাম দল বেঁধে চট পেতে ---
যেন অনেক বন্ধু মিলে খেলতে গেছি।
শুনে শুনে চিনলাম ---
গাঁয়ের মাস্টার, যাঁকে চিনি আগে থেকেই,
থার্ড মাস্টার
, শুশনো মাস্টার,
আর হেড মাস্টার -- গোপাল গড়াই।
মনে আছে, শুরুতে জনগনমন প্রার্থনা,
নখ দেখা, দাঁত দেখা --
মনে আছে, লিখেছিলাম অ, আ, ই, ঈ ......
একজন স্যার বকেছিলেন ---
আমি একটু বেশী হাসাহাসি করেছিলাম বলে।
বুঝলাম একটু চেপে চুপেই থাকতে হবে,
আর সব ঠিকই ছিলো।
টিফিনে ভাত খেতে দল বেঁধে বাড়ী যাওয়া--
আহা! সে এক আনন্দের তুফান!
প্রথম দিনে কেউ কেউ কেঁদেছিলো,
আর স্যারদের বকুনিও খেয়েছিলো।
কিন্তু আমি দেখলাম,
আমার নতুন এক খেলাঘর হলো ---
আর তা ভালোই হলো!