সখা তুমি দিলে দেখা
সখা তুমি দিলে দেখা


ডালে ডালে জড়িয়ে পাতা যবে ফুটেছিলো ফুল, সখা তুমি দিলে দেখা
গেয়েছিলো হৃদয়ের গান যবে ভ্রমর গুণগুনিয়ে, সখা তুমি দিলে দেখা।।
যাইনি মন্দিরে যাইনি মসজিদে কখনো গীর্জায়
সুনসান রাতে সঘন বর্ষায়
যবে রেখেছি টোকা হৃদয়ের দরজায়, সখা তুমি দিলে দেখা।
জ্বলেছে দুপুর রোদ্দুরে জ্বলেছে সন্ধ্যা আঁধারে
দীপ নেভা রাতে শুকনো হাওয়ায়
যবে ভিজেছে আঁখি তোমার জলসায়, সখা তুমি দিলে দেখা ।।