STORYMIRROR

S . SAIKH

Romance

3  

S . SAIKH

Romance

সকাল

সকাল

1 min
442

আজ‌ও সকালে কোমল আলো, বাতাসে মিশে মিষ্টি ফুলের গন্ধ, চোখে স্বপ্ন

তবু আজ সকালটা যেন আমার অজানা,অচেনা প্রতিদিনের থেকে ভিন্ন।

আজ‌ও আকাশে সূর্য উদিত, নদীতে জলের প্রবাহ অব্যাহত,সব জীবন‌ই সামনে ধাবিত

শুধু যেন আমার জিবনটাই খোদার আদেশে স্থগিত,কুন্ঠিত কালো রঙে রাঙ্গিত।

আজ‌ও পাগলী খেতে যেতে বলেছে,স্বপ্ন দেখিয়েছে,ভয়ার্থ আমাকে আলিঙ্গন করছে;

 তবুও জীবন যেন বারবার তার ছন্দ হারাচ্ছে,মন কাকে যেন হারিয়েছে, 

হারাচ্ছে,হারানোর ভয়ে অবুঝ চোখে কেঁদে মরছে। 

      আজ‌ও গাছে গাছে পাখির গান,ফুলে ফুলে ভ্রমর.......

 শুধুমাত্র আমার জীবন যেন জীবন্ত অশ্মর।


Rate this content
Log in

Similar bengali poem from Romance