আমি ভক্ত নয়
আমি ভক্ত নয়
ভক্ত নয়,ভক্ত নয় আমি দেশের;
মুসলিম আমি তবে কি করে হয় ভক্ত এদেশের।
কাজে নয়,কর্মে নয় আছে প্রমান আমার অমুক পদবীতে
ভালোবাসা,ত্যাগ নয় দেশভক্তির প্রমানএখন Facebook, whatsappএরstatusআর Dpতে।
আওয়াজ আমার সরকার বিরুদ্ধ
নাম সাহিন সেখ
কিসের ভক্ত, কিসের দেশপ্রেম হবে তখন সবটাই ফেক।
ওরা সব স্বর্থত্যাগি আর শির্ষে থাকা ভক্ত দেশের,প্রমান কিসে??
মূর্খ তোরা প্রমান চাস প্রমান আছে ওদের পদবী আর বেশভূষে।
দেশভক্তির সার্টিফিকেট নিয়ে ওরা সব সিংহাসনে মূর্তিমান
হোও যদি ওদের পদে নতজানু
তবে লাগবে না আর দেশভক্তির প্রমান।
আমি ISI, আমি সন্ত্রাসি, আমি জঙ্গি
গোডসে থেকে সৎবন্ত,ধানু সবই দেশের অমুঘ সৎসঙ্গি।
ভক্ত নয়,ভক্ত নয় আমি দেশের;
মুসলিম আমি তবে কি করে হয় ভক্ত এদেশের।
