STORYMIRROR

S . SAIKH

Tragedy Others

3  

S . SAIKH

Tragedy Others

[আপনজন]

[আপনজন]

1 min
313

         

আজ আকাশটা অকারনেই ভীষণ কালো, কালো আমার মন

নাজানি হারিয়ে যাচ্ছে কোথায় মোর

আপন সেজন ।

জলছি আমি বিনা আগুনে বিনাকারন

এতো কষ্ট, এতো ব্যাথা হচ্ছেনা তবু কেন মরন,

নাজানি হারিয়ে যাচ্ছে কোথায় মোর আপন সেজন।

আমি একা না তবু কেন বয়ছে এআকাশে একাকীত্বের হাওয়া

যদি যাও মোর ভুলে, সম্ভব হবে কি কোনো দিন ভুলে যাওয়া।

দূরে দাঁড়িয়ে থাকা ঝাপসা আজ আমার স্বপ্নগুলো

নাজানি ফের ফুটবে কবে এমনের আকাশে আশার আলো।

করেছি আমি নিজেকে মৃদু হাওয়ার কাছে সমর্পণ

নিয়ে যাবে গগনে, না হয় করবে ভুবনে নিমজ্জন।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy