যখনতোমায় মনেপড়ে
যখনতোমায় মনেপড়ে
যখন তোমায় মনে পড়ে যেতে চাই মন তোমার কাছে মেঘের ভেলায় ভেসে,
তোমার দরজার ব্যার্থ কড়া নেড়ে ফিরে আসে মন,বন্দি হয় বন্ধ বাক্সে
যেমন সূর্যালো অনিচ্ছা সত্ত্বেও অন্ধকারে মিলিয়ে যায় দিন শেষে।
যখন তোমায় মনে পড়ে অশ্রুরা বাঁধ ভাঙে গৃহবন্দী ঘরে
থাকতে চেয়ে খুসি নিজেকে গাঁঢাকাদি কল্পনার চাদরে
তবু কেন আমি নুয়ে পড়ি বিষণ্ণতার অঙ্কুরে।
যখন তোমায় মনে পড়ে স্মৃতিগুলো ভীড় করে অগোছালো, অক্লান্ত ভাবে
স্মৃতি পাতা উল্টে যায় আলোআঁধারিতে,অন্ধ সারিবদ্ধভাবে
যানিনা সময় আঘাতে অপেক্ষার অমর আয়ু কবে শেষ হবে।

