STORYMIRROR

S . SAIKH

Romance Tragedy

2  

S . SAIKH

Romance Tragedy

[গোলাপের আর্তনাদ]

[গোলাপের আর্তনাদ]

1 min
89


ও গোলাপ নাকচ তোমার আবদার,নাকচ সকল আর্তনাদ;

মস্তক দূর.. আমার পাগলীর পদস্থলও পাওয়ার ইচ্ছা যেন তোমার অতিরিক্ত স্বর্গস্বাদ।

ওগোলাপ মানি কিকরে তোমার অনুরোধ, তুমি তো মিষ্টি না আমার পাগলির মতো

পৃথিবীত সর্বগোলাপ একত্রিত সুন্দর না আমার পাগলি যত।

তোমার উজ্জলতাও ম্লান আমার পাগলীর পাশে

অমবস্যাতেও পাগলী যেনো পূর্ণিমার চাঁদ হাসে।

 চোখের পলকে করে পাগলী আমার সময়কে আসক্ত

সময়‌ও যেন তার কাজোল কালো চোখের অমুক ভক্ত। 

পাগলী আমার এমন যে মৃতের মনেও জাগে বেঁচে থাকার আসা

প্রতিরধি কন্ঠে সকল সর্বনাশি হয় মৃতপ্রায় কোনঠাসা।

কেশাড়ালে তাঁর মিষ্টি স্বপ্নরা চোখ তোলে

শয়তানের কন্ঠস্বরও আল্লাহর নাম বলে।

ও গোলাপ হতে পারো তুমি ফুল সেরা 

পাগলী যে আমার বিশ্বসেরা


Rate this content
Log in

Similar bengali poem from Romance