সিঁদুরে মেঘ
সিঁদুরে মেঘ
আজ আমার মনের কোনে
জমেছে সিঁদুরে মেঘ,
ভয়ের ছাপ পড়ছে আমার মনের
অন্দরমহল জুড়ে,
অন্ধকার ই অন্ধকার ছেয়ে
আছে চারিদিক,
মরুভূমির মত ধূ ধূ বালি
আর বালি ছড়িয়ে,
রুক্ষতার মাঝে হারিয়ে যাচ্ছে
যা কিছু আজ সতেজ প্রানবন্ত স্মৃতি,
নিশব্দ বুনছে এক ঘন মায়াবী জাল,
জালের শক্ত বন্ধনে আবদ্ধ হয়ে
মন পাখি করছে ছটফট,
তার সুন্দর রঙিন ডানা
আজ আর নেই,
সে উড়তে পারছেনা তার
কল্পনার জগতে,
বোবা কান্নারা থেকে থেকে
উঠছে ফুঁপিয়ে,
মন ভয়ের চাদরে একটু
একটু করে যাচ্ছে ঢেকে,
কোথাও যেন নিজেকে,
নিজের সত্তা কে হারিয়ে ফেলার ভয়,
দিকে দিকে গ্রাস করেছে গভীর শূন্যতা,
আর ভেসে বেড়াচ্ছে একাকিত্বের
তীব্র হাহাকার,
উন্মতত্তার সঙ্গী হয়ে বকে
চলে মন প্রলাপ,
আমার আমি আমার মধ্যই
যেন নেই আর!
ক্ষনিকের তরে বুঝি নিভে যাবে
জীবনের এই উজ্বল দীপ,
নিজের কাছে আজ হয়েছি
নিজেই পরাজিত,
মন আজ সাজিয়েছে মৃত্যু মিছিল।
