সীমানা ছাড়িয়ে
সীমানা ছাড়িয়ে


যখন তোমায় আশেপাশে কোথাও খুঁজে না পাই,
মানুষের ভিড়ে,সব কোলাহলে তোমায় না পাই-
কালপুরুষের পাশে,
অমাবস্যার গভীরে-
খুঁজি তোমায় আপনজনের মাঝে নীরবে,
খুঁজতে গিয়ে জীবনের শেষ রেখাটা যেন দেখতে পাই।
মন থৈ থৈ আনন্দ, উচ্ছাস;
কখনও টানাপোড়েন, অনেক কষ্ট।
রেখাটা পেরোলেই সব শান্ত, নিঝুম।
গভীরতায় নীরব, নিরবিচ্ছিন্ন ঘুম।
মন তোমায় খোঁজে অবিরাম-
খুঁজতে গিয়ে জীবনের শেষ রেখাটা যেন দেখতে পাই।
তোমার হাত ধরে চলতে শেখা;
দাঁড়িয়ে উঠে তোমার মুখে হাসি দেখা।
ছুটতে গিয়ে পড়ে যাই
তুমি বলো ভয় নাই
আজ তোমায় খুঁজি অগণিত লোকের ভিড়ে-
খুঁজতে গিয়ে জীবনের শেষ রেখাটা যেন দেখতে পাই।
চলার পথে ওঠাপড়া,
সীমানা ছাড়িয়ে যাওয়া মন্ত্রে এগিয়ে যাওয়া।
স্বপ্নের দিকে, ভালোর দিকে, মন কম্পাসকে ধরে রাখা;
এ সব তোমার কথায় গাঁথা মালা;
মনের সীমানা ছাড়িয়ে দিগন্তে মিশে তুমি-
তোমায় খুঁজতে গিয়ে জীবনের শেষ রেখাটা যেন দেখতে পাই।