STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Tragedy Classics Others

4  

আরিয়ানা ইচ্ছা

Tragedy Classics Others

শুকনো গোলাপ

শুকনো গোলাপ

1 min
673

তোমার ভালোবাসা আজ সব

স্মৃতি শুধু,


তোমার ভালোবাসা খা খা


মরুভূমি ধুধু।


তোমার ভালোবাসায় আর


নেই স্পন্দন,


যা আছে টিকে আজ তা শুধু


বিরহের আচ্ছাদন।


ভেবেছিলাম যেখানেই থাকো


মধুর স্মৃতি হবে,


চিরদিনই বুকের খাচায়


বন্দি হয়ে রবে।


রাখবো তোমায় খুব যতনে মনের


গহীন ঘরে,


বের করে ছুতাম আবেগে সবার


অগোচরে।


আমার ভালোবাসা তুমি দিলেনা


কোনো দাম,


ভালো তো রাখলেই না করে দিলে


বদনাম।


তোমার এমন ছলনায় আমি সত্যি


হতবাক,


ভেবেছিলাম কোকিল তোমায়


হয়ে গেলে দাঁড়কাক।


থাকলো মনে আর মধুর


অনুভূতি,


চাই শুধু ইনসাফ খোদার


এতোটুকুই আকুতি।


তোমার সাথে নেই আমার আর


রাতজাগা আলাপ,


এখন তোমার প্রতি ভালোবাসা


আজ শুধুই ❝শুকনো গোলাপ❞।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy