STORYMIRROR

Anindita Kashyap

Romance Tragedy

2  

Anindita Kashyap

Romance Tragedy

শুধু তোমায় দিতে চাই

শুধু তোমায় দিতে চাই

1 min
213

যদি হয়, তবে তোমায় দিতে চাই।

ছোট্টবেলার সেই খানিকটা সময়

নিষ্পাপ মন, সরলতা যেথায়

যেথায় নেই চিন্তা নেই ভাবনা

শুধু খোলা রাস্তা তাই কামনা।


সেই শৈশবের উল্লাস তোমার জীবনে

আনতে চাই।

যদি হয়, তবে তোমায় দিতে চাই।

সতেজতায় ভরা সেই যৌবন

স্ফুর্তি, আনন্দে ভরা সেই জীবন

সর্বদা যেথায় অগ্রসর হওয়ার ভাব

নবজীবনে অতীতের নেই অনুতাপ।


সেই নবীনতা তোমার জীবনে

আনতে চাই।

যদি হয়, তবে তোমায় দিতে চাই।

বয়সের সেই অবসরপ্রাপ্তির সময়

ভবিষ্যৎ সুরক্ষিত যেথায় আর চিন্তা নয়

যেথায় কর্তব্য সব হলো শেষ

আমার-তোমার নেই কোনো ক্লেশ।


সেই স্বাধীনতা তোমার জীবনে

আনতে চাই।

যদি হয়, তবে তোমায় দিতে চাই।

আমার প্রাপ্য কি? তা জানিনা,

দেওয়ার পর পেতে হয় তা আমি মানিনা।

সম্পূর্ণ সুখের সাগরে তোমাকে ভাষাতে চাই

যদি হয়, তবে তোমায় দিতে চাই।



Rate this content
Log in

Similar bengali poem from Romance