খুজেঁ পাওয়া
খুজেঁ পাওয়া


কোথায় যেন হারিয়ে ছিল
কুঞ্চিকা সেই বন্ধ দ্বারের।।
সেই ঘরের জানালা দিয়ে
এক চেনা রাস্তা, যে অচিন হয়েছিল।
সেই রাস্তায় এগিয়ে যাওয়ার প্রবণতা
কেন যে হারিয়েছিল?
সুখে সুখী, দুঃখে দুঃখী
আরাধনার পথ ছিল।
আরাধ্যকে ভুলে মন আমার
স্বার্থপর হয়েছিল।
বন্ধ দ্বারের কুঞ্চিকা
কোথায় যেন হারিয়েছিল।
কিসের তাড়নায় মাতাল ছিল।
খোলা আকাশে ডানা মেলা,
সবুজ মাঠে হাসি-খেলা,
কত যে স্বপ্ন আমার -
কোন তারনায় মুছিয়েছিল।
বন্ধ দ্বারের কুঞ্চিকা
কোথায় যেন হারিয়েছিল।
সকল মায়া ত্যাগ করে,
মনের ভাব প্রকাশ করে,
এগিয়ে নিজ পথ ধরে,
চিন্তা নেই কোনো জিত-হারের।
খুজে পেয়েছি,
কুঞ্চিকা সেই বন্ধ দ্বারের।