ছোট্ট কবি
ছোট্ট কবি


হতে চাই আমি কবি,
যেমন ছিলেন কবিগুরু রবী।
লেখতে চাই অনেক কবিতা,
ছন্দই আসেনা, ভরবে কি একটি পাতা?
কবিগুরু তুমি যে আমার প্রেরণা,
কি যে লিখি, একটু তো দেখোনা।
সবাই বলে ছোট্টকবি আমি
আমি হতে চাই বড় ! কবি নামি।
যখন আমি কবি হয়ে পাব অনেক মান,
সবার মুখে থাকবে শুধু আমার লেখা গান।
কবিগুরু, এই প্রয়াসে চাই তোমার আশীর্বাদ,
কবি হয়ে মিটাই যেন সংসারের বিবাদ।