চর্কি
চর্কি
কি নিয়ে অহংকার কর হে, মানুষ!
যা ছিল কাল, রবে কি আজ?
যদিও থাকে আজ,
কেও দেখেছ কি কাল?
জীবন হলো খোয়়া পাওয়া।
কিছুই নয় গো তোমার,
সবটাই নশ্বর।
পরম হলো, মানুষ হওয়া।
কি নিয়ে অহংকার কর হে, মানুষ!
যা ছিল কাল, রবে কি আজ?
যদিও থাকে আজ,
কেও দেখেছ কি কাল?
জীবন হলো খোয়়া পাওয়া।
কিছুই নয় গো তোমার,
সবটাই নশ্বর।
পরম হলো, মানুষ হওয়া।