STORYMIRROR

Anindita Kashyap

Inspirational

3  

Anindita Kashyap

Inspirational

তুমি কি আসবে আবার?

তুমি কি আসবে আবার?

1 min
12.1K

ভাবতে তুমি শুধু দেশের কথা,

তার বুকে কত আঘাত কত যে ব্যাথা।

সইছে এদেশ কত যুগ ধরে নিরবে,

এ জ্বালা দেশের শেষ হবে যে কবে!

গোরারা প্রথম করল যে কত অপমান।

তাদের দুর করতে তুমি গাইলে কত জয়গান।

যেতে যেতে করে গেল হিন্দুস্তান-পাকিস্তান,

তাতে হানি হল দেশের কতটা সন্মান!

বিবাদ চলছে শুধু নিয়ে জাতি-বর্ণ-ধর্ম,

উচ-নীচ বিভাজন আর নিষ্ঠুর কর্ম।

ভাবতে তুমি শুধু দেশের কথা,

সেই ভাবা আজ হলো অযথা।

সকলে যদি নেয় তোমার চিন্তাধারা,

এদেশের উন্নতিতে বাধা দিবে কারা?

নজরুল, এদেশে এখন প্রয়োজন তোমার।

প্রার্থনা জানাই, তুমি কি আসবে আবার?



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational