স্বাধীনতার অর্থ কী?
স্বাধীনতার অর্থ কী?
স্বাধীন দেশের নাগরিক আমি।
জন্ম হইতে জানি, কথা বড় দামি।।
অনুভব করিতে পারি নাই।
স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝি নাই।
সেই অনুভূতি পাইবার তরে,
স্বাধীনতার অর্থ বুঝিবারে,
চাহিলাম অতীতের পাতায়।
কত নাম লিখিয়া রাখিয়াছে খাতায়।
কত লোহিত ধারা দেশ স্বাধীন করিবারে,
তবু স্বাধীনতা দেখিতে পাহিনারে।
স্বাধীনতা যদি ইহাকে বলে,
তব মম মানিতে চাহে না।
রাজত্বের বদলিকরণ শুধু
আনিতে স্বাধীনতা পারেনা।
বিচারের বদলিকরণে
প্রকৃত স্বাধীনতা আসিবে।
স্বপন দেখি ভবিষ্যতের, স্বাধীনতা
আকাশে বাতাসে ভাসিবে।।
