STORYMIRROR

Siddhartha Singha

Classics

3  

Siddhartha Singha

Classics

শুধু তাদের জন্য

শুধু তাদের জন্য

1 min
485

ফার্স্ট, সেকেন্ড বা থার্ড, কোনওটাই নও?

তা হলে সরে যাও, আরেকটা লট আসছে।


এখন বলে আর কী লাভ অন্যদের থেকে তোমার পা ছোট

কেউ যদি তোমার জন্য গ্যালারিতে থাকত, দৌড়তে পারতে আরও জোরে

পারোনি, সরে যাও, ব্যস

কে তোমাকে বলেছিল, দৌড়তে দৌড়তে যে সঙ্গীটি ছিটকে পরল

ঘাড় ঘুরিয়ে বারবার তাকে ও ভাবে দেখতে?

কেন চড়া রোদ থেকে মহীরুহর তলায় রাখতে গেলে মা'কে?

কেন ছেলেকে পুরো খেলাটা দেখাতে ইটের পাঁজার ওপরে তুলতে গেলে?

কেন দোপাটি ফুলের বাহার দেখে ও ভাবে থমকে দাঁড়ালে?


জানো না, দৌড়নোর সময় কখনও আশেপাশে তাকাতে নেই,

কাউকে দেখতে নেই, কাউকে না---

অফিস-টাইমে গাড়িরাস্তায় চলে যাওয়া ন্যাংটো শিশুকে না,

আরুণিকে না, এমনকী দ্রোণাচার্যকেও নয়

শুধু দেখতে হয় সামনে আর ক'জন...


যদি শেষ পর্যন্ত ভিকট্রিস্ট্যান্ডে উঠতে না পারো

তা হলে শুরুতেই যে ডিসকোয়ালিফাই হয়ে গেছে

সে যা, তুমিও তাই

কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না।


ওই যে আরেকটা লট আসছে

সামনে থেকে সরে যাও।

ওরা এখনও ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে ধরবে

যাদের ধরবে, সবাই শুধু তাদেরই দেখতে চায়, শুধু তাদের।


Rate this content
Log in

Similar bengali poem from Classics