শুধু প্রেম
শুধু প্রেম


থাকো পাশে তুমি কিছুক্ষন,
ঘণ্টা দুই, কিংবা সর্বক্ষণ।
কেন এই নিদারুন যন্ত্রনা,
কাটে না যেন এই প্রহর গোনা।
চাপা কথা জমা অভ্যন্তরে
কে খোঁজে তল গোপন অন্তরে।
অনু-পরমাণুতে জড়িয়ে নিশ্বাসে,
প্রতিজ্ঞা করেছি পরম বিশ্বাসে।
আছি আমি ছায়ার মতো
জানো কি ভালোবাসি তোমায় কত ?
আজ কাল হয়তো বা পরশু,
জীবন শুষে নেয়ে কালের অশ্রু।
চলতে পথে এই মনটা ভাবে,
কী জানে কি হয় কোথায় কবে।