শুধু একবার ছুঁয়ে নিও
শুধু একবার ছুঁয়ে নিও


আমাকে শুধু একবার ছুঁয়ে নিও
কাটিয়ে নেবো সমস্ত জীবন; আনন্দের বিন্দু বৃত্ত করে।
আমাকে শুধু একবার ছুঁয়ে নিও
সারিয়ে নেবো সব দীনতার আঁচড়; সততার হাত ধরে।
আমাকে শুধু একবার ছুঁয়ে নিও
মাখিয়ে দেবো মায়ের ভাষা; সন্ততির জিভ এক করে।
আমাকে শুধু একবার ছুঁয়ে নিও
ভাসিয়ে নেবো জীবন অমৃতে;ঈশ্বরের মাথা নিচু করে।
আমাকে শুধু একবার ছুঁয়ে নিও
তাড়িয়ে দেবো জাতপাত; ধর্মের চোদ্দগুষ্টি এক করে।
আমাকে শুধু একবার ছুঁয়ে নিও
নাড়িয়ে দেবো ভূগোলের সীমানা;এক বিশ্বভুবন গড়ে।