STORYMIRROR

Paula Bhowmik

Romance Classics Inspirational

3  

Paula Bhowmik

Romance Classics Inspirational

শুভকামনা

শুভকামনা

1 min
326

আমার খুশীর একটু ভাগ তোমাকে দিলাম,

আমার আনন্দের কিছু টুকরো তোমাকে দিলাম। 

ঘুমভাঙা কিছু সুখ স্বপ্নের অংশ তোমায় দিলাম,

আসন্ন শীতের নরম রোদ্দুরের একটু তাপও দিলাম।

তোমার জমানো বরফের হিমবাহ ভাসিয়ে দিলাম,

তোমাকে টুকরো টুকরো নানা ভাষার কথা দিলাম।

তুমি আরো অনেক বেশী ভালো থাকবে ব'লে, 

নিজেকে ভালো রাখবো এমন কথা, তোমায় দিলাম। 

জুঁই-বকুল-শিউলি ফুলেদের গন্ধ গুলোও দিলাম,

ছোট্টো কাঁচের শিশিতে বেশ একটু আতরও দিলাম।

হলুদ, বাদামী নয়, একটি সবুজ রঙের পাতা দিলাম,

একটি ধানের শীষের ওপর এককুঁচি শিশির দিলাম।

মেঠো পথের ধারের বুনো গাছের ফুলের রেনু দিলাম,

পুকুর ধারে ফুঁটে থাকা কেয়া ফুল তুলে এনে দিলাম।

সাঁতার জানিনা তবু পুকুরের একটি শাপলা দিলাম,

দিঘীতে ফুঁটে থাকা পদ্ম ও হাঁসেদের দল দেখালাম।

নীল আকাশে ভেসে যাওয়া রঙীন, সাদা মেঘ দিলাম,

নিস্তব্ধ দুপুরে ঘুঘুর ডাকের মতো শান্তি, তাও দিলাম।

বুলবুলির রক্তে রাঙানো লাল গোলাপ কখনও নয় ! 

তোমায় আমি উজ্জ্বল একটি হলুদ গোলাপ দিলাম। 

ছোটোবেলার প্রায় ভুলে যাওয়া অনেক গল্প দিলাম, 

কিছু ঘুম পাড়ানিয়া গানের একঘেয়ে সুর দিলাম। 

মন ভালো করা কিছু জোকসের কালেকশন দিলাম, 

দাবা, সাপলুডো, খেলায় তোমাকেই সঙ্গে নিলাম, 

লাজুক ডাহুকের তিরতির করে কাঁপা বিশ্বাস দিলাম। 

এভাবেই কিছুটা সময় তোমায় আমি সঙ্গ দিলাম। 

জীবনের রাস্তায় এভাবে কিছুপথ একসাথে হাঁটলাম, 

আসলে নিজের সময় থেকে কিছুটা সুসময় দিলাম। 



Rate this content
Log in

Similar bengali poem from Romance