STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

শুভ প্রেমদিবস

শুভ প্রেমদিবস

1 min
197

অফুরন্ত শুভেচ্ছা তোমায় প্রেমদিবসের দিনে,

সাত জন্মের প্রেম ও ভালোবাসার টানে।

নির্ঘুম রাত জেগে বসে থাকি জানালা খুলে,

ক্ষণে ক্ষণে খুঁজে ফিরি তোমায় ঐ নীল আকাশে ।

প্রতীক্ষাতে খোলে না তোমার তমসার শৃঙ্খলবন্ধন,

চোখ চেয়ে বসে খুঁজি তোমায়,মন যে উচাটন।

পরিশেষে ধীরে ধীরে খোলে শেকল বাধার 

কোকিলের কন্ঠে জাগে আলোর জোয়ার।

আমি বেছে তুলে নেই লাল গোলাপের ফুল,

তোমাকে সম্বোধন করতে না করি যেন কোন ভুল।

জাগো প্রিয়া ! তুমি জাগো এই বসন্তের‌ই ডাকে,

তোমাকে খুঁজি ঐ ভালোবাসা মাখা রশ্মির ফাঁকে।

এসো প্রিয়া দ্রুত লয়ে ঐ হৃদয় গলিটির মুখে,

জড়িয়ে নেব তোমায় বসন্তের এই উষ্ণ বুকে।

লিখব আজ আমরা চির নতুনের জয় গান,

রেখো না তুমি প্রেমে আজ কোন মান অভিমান।


Rate this content
Log in

Similar bengali poem from Romance