শুভ হোক সূচনা
শুভ হোক সূচনা
বসন্ত তোমায় জানাই বিদায়
মন প্রাণ দিয়েছিল ভরে
তোমার বাহারি রঙের রঙিন ছোঁয়ায়।
জানাই বিদায় চৈত্রের দিনশেষে হে পুরাতন বর্ষ তোমায়
বছর ধরে যা কিছু ভালোমন্দ তুমি দিয়ে গেছো
আর যা কিছু অমূল্য অনন্য সাথে নিয়ে গেছো
থাকবে মনে।
পুরাতন জরাজীর্ণতা আর দীনতাকে
দূরে ঠেলে দিয়ে জানাই তোমায় আবাহন
হে নূতন
এসো হে বৈশাখ এসো এসো এসো নববর্ষ
শুভ সূচনা নিয়ে মঙ্গল শান্তি প্রশান্তি আশীষ সাথে করে
এস সুস্বাস্থ্যে ধনধান্যে পুষ্পে ভরা দাও বসুন্ধরা
হোক শুভ সূচনা মানুষের মাঝে বয়ে যাক আনন্দধারা।
