শতাব্দী প্রাপ্তি
শতাব্দী প্রাপ্তি


আমি ঘুরেছি দিবা রাত্র
পৃথিবীর আনাচে কানাচে, যাযাবরের মতো।
কুড়িয়েছি বাবুই বাসা, আর
তাতে জীবাশ্ম হয়ে নিভে থাকা জোনাকী।
আমি আরো খুঁজেছি—
পেয়েছি শ্যাওলায় জমে থাকা কিছু নীল স্বপ্ন,
পেয়েছি প্রাচীন প্রাসাদের ব্যর্থ অংকার,
পেয়েছি, সভ্যতার মেরুদন্ডের ভাঙা দুটি হাড়,
আর পেয়েছি তোমার ভালবাসা, যেন শতাব্দীর আবিষ্কার।