STORYMIRROR

NILAY CHATTERJEE

Abstract Inspirational Others

3  

NILAY CHATTERJEE

Abstract Inspirational Others

শরনাগত

শরনাগত

1 min
0


আজ তিনি হয়েছিলেন কলপতরু

কাশীপুরে কলপবৃক্ষের তলায়

প্রিয় শীষ্য গন পেয়েছিল সব

একবার মুখে বলায় !

ভাবছি , আমিও যাবো কাশীপুর

সেই উদ্যানবাটি

তিনি নেই , আছে সেই কলপতরু

ভেবে হচ্ছি আকুল কি দিয়ে করবো শুরু !

আমার তো জীবন শুরু হয়েছিল শুন্য থেকে

অপূর্ন আজও রয়েছে অনেক ফাঁকে ফাঁকে !

একটার বেশী কি পাওয়া যাবে ?

ছেলেটার চাকরি টাই চাইবো তবে ----

না না একটা ভালো জামাই পেলে হয়

মেয়ের জীবনটা সুন্দর হয়

ভাড়া বাড়িতেই বা আর কতো দিন থাকতে হবে

একটা বাড়ী পেলেও বাকী দিন ভালো কাটবে

নিতান্তই একটা ফ্ল্যাট ২BHK

কিন্তু শেষ জীবনে উইলে লিখবই বা কাকে ?

দুটো কি পাওয়া যাবে ---?

মনে হয় না ,

গিন্নির জন্যে গয়না চাইলেও মন্দ হয় না !

গয়নার যা দাম ৬৫০০০টাকা ভরি-----

জীবন শেষ এক পয়সাও পাইনি উপরি

মাস বেতনে দিন টা চলেছে কোন রকমে

কলপতরু তলায় কি চাইবো ভাবছি সঙ্গোপনে !

গিয়ে দেখি জনতার ভিড়

সবাই করছে বিড় বিড়

কি জানি কি বলছে , মনে মনে..

ছবির দিকে চেয়ে একজনের পাশে দাঁড়াই

খাড়া রাখি কান

বলছে , শরনাগত - শরনাগত

প্রভু শরনাগত করো আমার প্রাণ

আমিও বললাম শরনাগত --

প্রভু শরনাগত ----

ভাবলাম এটাই বোধ হয় মন্ত্র

এই মন্ত্রেই তিনি হয়তো আমায় করবেন দান !

……....................................................



Rate this content
Log in

Similar bengali poem from Abstract